আকবরশাহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

0

নগরের আকবরশাহে বিদেশি পিস্তলসহ মো. ফারুক (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ মে) দিবাগত রাত ৩টায় শাপলা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফারুক বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মো. ইয়াসির আরাফাত।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাপলা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ মো. ফারুককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আকবরশাহ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

জয়নিউজ/এসআই
আরও পড়ুন
লোড হচ্ছে...
×