‘সড়কে মৃত্যু একপ্রকার হত্যাই’

নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে সড়ক দুর্ঘটনায় নিহত ইমন দাশের বন্ধু ও পরিবারের সদস্যরা।

- Advertisement -

সোমবার (১৭ মে) সকাল ১১টায় নগরের প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

মানববন্ধনে বক্তারা বলেন, সড়কে মৃত্যু একপ্রকার হত্যাই। যারা রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চালায়, প্রশাসনের উচিত তাদের শাস্তির ব্যবস্থা করা। আজ ইমনের মতো একটা ছেলে প্রাণ হারালো। কাল আরও একজনের হারাবে। হারানোর বেদনা শুধু তারাই বুঝে যারা স্বজন হারায়।

এসময় বক্তারা অবিলম্বে সড়কে হত্যা বন্ধে কঠোর আইন করার দাবি জানান।

- Advertisement -islamibank

‘সড়কে মৃত্যু একপ্রকার হত্যাই’

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ ফোরামের সভাপতি ইদ্রিস আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, বাংলাদেশ বৈদিক পরিষদের সাধারণ সম্পাদক রাজীব দে, বাংলাদেশ সহকারী কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোজাহেরুল আলম ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, ডা. ফজলুল হাফেজ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মনোজ কুমার দেব, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, জহরলাল হাজারী, রুমকি সেনগুপ্তসহ নিহতের পরিবারের সদস্য ও নিহত ইমনের বন্ধু মো. শহীদ, বিজয় সেনগুপ্ত, সাগরময় আচার্য্য, অর্পিতা দাশ, অন্তু ধর প্রমুখ।

প্রসঙ্গত, গত ৭ই মে সন্ধ্যায় নগরের চান্দগাঁওয়ে স্বাধীনতা কমপ্লেক্সের সামনে বাস-লেগুনার সংঘর্ষে নিহত হয় ইমন দাশ।জানা চীনের একটি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিকস অ্যান্ড ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার বিভাগের শেষ বর্ষের ইমন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM