ইপিজেডে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

0

নগরের ইপিজেডে গলায় ফাঁস দিয়ে বনানী রাণী (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত বনানী রাণী বাগেরহাট জেলার হৃদয় হালদারের স্ত্রী।

শুক্রবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় আকমল আলী রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত বনানীর মা আরতি রাণী বলেন, আমার মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকজন অত্যাচার করতো। আমাকেও তারা নানাভাবে অপমান করেছে। গত ছয় মাস ধরে মেয়েকে আমার কাছে আসতে দিতো না। আমার মেয়ে আত্মহত্যা করেনি, তারা আমার মেয়েকে খুন করেছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, আহত অবস্থায় বনানীকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM