বাকলিয়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

নগরের বাকলিয়ায় পুলিশ পরিচয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার (৮ মে) রাত সাড়ে ৮টার দিকে কল্পলোক আবাসকি এলাকার ৩নং রোডের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেফতারকৃতরা হলেন— চট্টগ্রামের সাতকানিয়া থানার কাঞ্চনা গ্রামের আবদুল করিমের ছেলে মো. রিয়াদ করিম (৩১), রাউজান উপজেলার নোয়াপাড়ার মো.সোলাইমানের ছেরে মো. ওসমান (২৮) ও বাকলিয়া থানার তুলাতলী এলাকার মৃত আবু তাহেরের ছেলে মো. রায়হান (২০)।

থানা সূত্রে জানা যায়, ‘গতকাল রাত সাড়ে ৮টায় বাকলিয়া এলাকার একটি বাসায় তিন ব্যক্তি প্রবেশ করে নিজেদের পুলিশ পরিচয় দেয়। বাসায় অনৈতিক কর্মকাণ্ড চলছে অভিযোগে বাড়ির মালিকের কাছ থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। না হলে বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেয়। টাকা দিতে অস্বীকার করলে বাড়িওয়ালা মো. লিটনকে মারধর করে।

- Advertisement -islamibank

একপর্যায়ে জোরপূর্বক তার আত্মীয়ের কাছ থেকে বিকাশে ৫ হাজার টাকা চাঁদা নেয়। খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ গিয়ে তিন যুবককে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।’

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM