বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের রাস্তা অবরোধ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে নগরের কালুরঘাট সিএন্ডবি মোড় আজিম টাওয়ারের সামনে শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছে।

- Advertisement -

সোমবার (৮ অক্টোবর) সকাল ১০টায় আজিম গ্রুপ সোয়েটার ফ্যাক্টরির শ্রমিকরা এই অবরোধ করে।

- Advertisement -google news follower

জানা যায়, ফ্যাক্টরিতে চার মাসের বেতন বকেয়া রয়েছে তাদের। এই বেতন আদায়ের দাবিতে সকাল থেকে কালুরঘাট সিএন্ডবি ফ্যাক্টরির সামনে তারা এ অবরোধ কর্মসূচি শুরু করে।

বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের রাস্তা অবরোধ
ছবি বাচ্চু বড়ুয়া

শ্রমিকদের দাবিগুলো ছিল, প্রত্যেক শ্রমিকের নিরাপত্তা, মালিকের ভাড়া করা সন্ত্রাসীদের গ্রেফতার, মাসিক ২০ টাকা চাঁদাবাজি বন্ধ, প্রতিমাসের ৭ তারিখের মধ্যে বেতন প্রদান ও শ্রমিকের চাকরির নিশ্চয়তা।

- Advertisement -islamibank

আজিম সোয়েটার গ্রুপের একজন শ্রমিক মো. ইউনুস জয়নিউজকে জানান, আমাদের সব দাবি নিশ্চিত করার জন্যই এ আন্দোলন। মালিকপক্ষ আমাদের মারধর করে। এখানে কর্মচারীদের নিরাপত্তা চাই। আমাদের ঠিকমতো বেতন দেওয়া হয় না। আমরা আমাদের অধিকার নিশ্চিত করতে চাই।

জয়নিউজ/ হিমেল/ আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM