চকবাজার থেকে ৮ জুয়াড়ি গ্রেফতার

0

নগরের চকবাজার থানার রসুলবাগ আবাসিক এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বগার বিল থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. বেলাল (৩৬), আবুল কালাম (৩২), মো. সেলিম (৩৯), মো. তাজুল ইসলাম (৪৫), মো. রাজিব (৩২), মো. মোবিনুল ইসলাম (২৩), মো. আহাদ (১৯) ও মো. ইসমাঈল (২২)।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বলেন, একটি সংঘবদ্ধ চক্র বগার বিলে গোপনে জুয়ার আসর বসাত। স্থানীয় বাসিন্দাদের সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও ৪ হাজার ৫৪০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM