খালেদা জিয়া হাসপাতালে থাকবেন আরো কয়েকদিন

0

করোনা আক্রান্ত খালেদা জিয়ার শরীরিক অবস্থা বিবেচনায় আরো ২ থেকে ৩ দিন হাসপাতলে থাকতে হবে বলে জানিয়েছেন তাঁর এক ব্যক্তিগত চিকিৎসক।

এর আগে মঙ্গলবার (২৭ এপ্রিল) করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১৫ এপ্রিল রাতে করোনায় আক্রান্ত বেগম জিয়াকে সিটি স্ক্যান করাতে নেওয়া হয়েছিল একই হাসপাতালে।

এর আগে গত ১০ এপ্রিল বেগম জিয়া করোনা পজিটিভ হন। তার ব্যক্তিগত চিকিৎসকরা বলে আসছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। করোনার কোনো উপসর্গ নেই তার। এরপর গত ২৪ এপ্রিল শনিবার দ্বিতীয় ধাপে করোনার পরীক্ষা করা হলে ফলাফল আবারও পজিটিভ আসে।

সূত্র: সময় নিউজ

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM