হাটহাজারীতে বাবুনগরীর বিরুদ্ধে আরও ২ মামলা

হেফাজতে ইসলামের নবগঠিত কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে দুটিসহ গত ২৬ মার্চের ঘটনায় আরও তিনটি মামলা দায়ের করেছে পুলিশ।

- Advertisement -

গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) মামলাগুলো রুজু হলেও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান আজ সোমবার (২৬ এপ্রিল)।

- Advertisement -google news follower

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এক সদস্য ও হাটিহাজারী থানায় দায়িত্বরত দুই কর্মকর্তা বাদী ওই তিনটি মামলা দায়ের করেন। এসব মামলার দুটিতে জুনায়েদ বাবুনগরীকে আসামি করা হয়।

এছাড়া তিন মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমিরসহ তিন হাজার ব্যক্তি।

- Advertisement -islamibank

আদালতে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, হাটহাজারী থানার পরিদর্শক আমির হোসেন বাদী হয়ে জুনায়েদ বাবুনগরী, হেফাজত নেতা জাকারিয়া নোমানসহ উপজেলা জামায়াতের আমিরসহ ৭৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

চট্টগ্রাম ডিএসবির কনস্টেবল মো. সোলায়মান বাদী হয়ে জুনায়েদ বাবুনগরী, হেফাজত নেতা মীর ইদ্রিস, জাকারিয়া নোমান ১৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

এছাড়া হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বাদী হয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিনসহ ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আসামিদের নাম-ঠিকানা যাচাই করতে সময় লেগেছে। তাই গত ২৬ মার্চের সহিংসতার ঘটনায় ২২ এপ্রিল বৃহস্পতিবার মামলা রুজু হয়েছে।’

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM