মেডিকেলে ভর্তির ফল প্রকাশ

সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ২০১৯ সালের ১০ জানুয়ারি একযোগে সবগুলো মেডিকেল কলেজে ক্লাস শুরু হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

- Advertisement -

এমসিকিউ পদ্ধতিতে নেওয়া পরীক্ষার ফল রোববার (৭ অক্টোবর) প্রকাশ হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানায়। ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

- Advertisement -google news follower

এর আগে, গত শুক্রবার সরকারি ও বেসরকারি মিলিয়ে ১২৬টি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। এবার পরীক্ষার্থী ছিল ৬৫ হাজার ৯১৯ জন।-

৩৬টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪০৬৮ জনকে নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি ৫০০ জনের একটি অপেক্ষমান তালিকাও হয়েছে।

- Advertisement -islamibank

৪০৬৮ জন থেকে ভর্তির পর আসন শূন্য থাকলে অপেক্ষমান তালিকা থেকে মেধা ও পছন্দ অনুযায়ী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।

কোনো পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণ চাইলে তাকে ১ হাজার টাকা ফি টেলিটকের মাধ্যমে জমা দিয়ে ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানায়।

 

জয়নিউজ/শহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM