চট্টগ্রামে একদিন পর মৃত্যু বেড়ে দ্বিগুণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা না বাড়লেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। আগের দিন (শুক্রবার) দুই জনের মৃত্যু হলেও এদিন চার জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৭১৬ জন।

- Advertisement -

শনিবার (২৪ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এদিন চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

- Advertisement -google news follower

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২২৬টি নমুনায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৪৯টি নমুনায় ৬৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৬৬টি নমুনায় ৩৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫২টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে।

- Advertisement -islamibank

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০১টি নমুনায় ২৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৩৫টি নমুনায় ৩০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪১টি নমুনায় ১৫ জন, মেডিকেল সেন্টারে ২৩টি নমুনায় ৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৭টি নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরের করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। এদিকে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) এদিন কোনও নমুনা পরীক্ষা করা হয়নি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৮১০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ২৭৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২০৯ জন এবং উপজেলায় ৭০ জন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM