এনায়েতবাজারে হেলে পড়ল বহুতল ভবন

0

নগরের এনায়েতবাজার এলাকায় একটি পাঁচ তলা ভবন হেলে পড়েছে।

শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গোয়ালপাড়ায় এলাকায়  এ ঘটনা ঘটে। নির্মাণজনিত ত্রুটির কারণে এ ভবনটি হেলে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে গোয়ালপাড়ায় একটি ভবন হেলে পড়ে। খবর পেয়ে সাড়ে ৯টার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। ওই ভবনের সব বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। এছাড়া আশপাশের কয়েকটি ঘরের বাসিন্দাদের সরিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে ভবন হেলে পড়ার পর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM