হালিশহরে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

0

নগরের হালিশহর থানার এ ব্লক শফির কলোনি এলাকায় লিজা আক্তার (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

লিজা একই এলাকার কাভার্ডভ্যান চালক শাহীন উদ্দিনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।

লিজার দেবর আলাউদ্দিন জানান, পরিবারের সদস্যদের অজান্তে বাড়িতে ভাবির রুমের মধ্যে টিনের চালের অ্যাঙ্গেলের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেন। এ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, গলায় ফাঁস দেওয়ার সময় তার ভাই বাড়িতে ছিল না। তাদের বিয়ে হয়েছে ৬ মাস আগে। লিজার বাড়ি সীতাকুণ্ড উপজেলায়।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM