হালিশহরে গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

0

নগরের হালিশহর থানার মইন্নাপাড়া আইকন টাওয়ার এলাকা থেকে গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (উত্তর) বিভাগ।

গ্রেফতার তিনজন হলেন— মো. ইব্রাহিম (৩৪), মো. রুবেল (৩০) ও মো. সিরাজ (৪০)। তাদের কাছ থেকে একটি চোরাই গাড়িও উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।

সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক আলমগীর মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চোরাই একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM