লকডাউনে ফাঁকা সড়ক, দুর্ভোগে অফিসগামীরা

নগরের দ্রুত বাড়তে থাকা করোনাভাইরাসের সংক্রমণ সামাল দিতে এক সপ্তাহের ‘লকডাউনের’সোমবার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে শুরু হয়েছে।

- Advertisement -

তবে লকডাউনের মধ্যেও নগরের প্রধান রাস্তাগুলো কিছুটা ফাঁকা থাকলেও পাড়ার অলিগলিতেও আড্ডা দিতে অনেককে দেখা গেছে। এছাড়া বাজারগুলোতে রয়েছে আগের মতোই ক্রেতা-বিক্রেতার  আধিক্য।

- Advertisement -google news follower

নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো মধ্যে প্রথমে রয়েছে চার প্রবেশপথ অক্সিজেন, নতুন ব্রিজ, কাপ্তাই রাস্তার মাথা ও সিটি গেট। চার প্রবেশপথে  দেখা যায়, কড়া চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। এছাড়াও রয়েছে বহদ্দারহাট, ২ নম্বর গেট, জিইসি, আগ্রাবাদ, ইপিজেড, নিউ মার্কেট, আন্দরকিল্লা, চকবাজার, পাথরঘাটা, চতবাজার, বাকলিয়া, মুরাদপুর, অলংকার, বড়পুল,আগ্রাবাদ বাদামতলীর মোড়।

এদিকে সড়কগুলোতে গিয়ে দেখা যায় গণপরিহন না চললেও রয়েছে মোটরবাইক, রিক্সা, ব্যক্তিগত গাড়ি । গণপরিবহন বন্ধ থাকায় সকালে শিল্পকারখানার শ্রমিকরা দুর্ভোগে পড়েন। হেঁটে বা রিক্সায় অনেকে কর্মস্থালে যেতে দেখা যায়। তবে রিকশার ভাড়াও বেশকিছুটা বেশি বলে অভিযোগ পথচারীদের।

- Advertisement -islamibank

সেইসঙ্গে বন্ধ রয়েছে দোকান ও মার্কেট। তবে জরুরি ও নিত্যপণ্যের দোকান খোলা রয়েছে যথারীতি। সকাল থেকে পুলিশের মাইকিং চলছে বিভিন্ন এলাকায়। এছাড়া যারা অন্যান্য পণ্যের দোকান খোলা রেখেছেন তাদেকে মাইকিংয়ের মধ্যমে বন্ধ রাখতে বলছে পুলিশ।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM