লকডাউনে যেভাবে চলবে আদালত

0

লকডাউনে নিয়মিত আদালত চলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

রোববার (৪ এপ্রিল) রাতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এক সপ্তাহের লকডাউন চলাকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি চারটি বেঞ্চ (তিনটি দ্বৈত ও একটি একক) এবং সপ্তাহে দুই দিন আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যক্রম চলবে।

দেশের নিম্ন আদালতগুলোর মধ্যে জেলাপ্রতি একজন ম্যাজিস্ট্রেট দিয়ে জরুরি বিষয়ে বিচারকার্য পরিচালিত হবে। গ্রেফতার হওয়া ব্যক্তিকে নির্ধারিত সময়ের মধ্যে কোর্টে হাজিরের পর আদেশ দিতে ওই ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM