এনায়েত বাজারে কিশোরীর আত্মহত্যা

0

নগরের এনায়েত বাজার গোয়ালপাড়ায় পরিবারের সঙ্গে ঝগড়া করে রোজিনা আক্তার (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

শনিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। রোজিনা ওই এলাকার মো.হানিফের মেয়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, প্রেমঘটিত বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে রোজিনার ঝগড়া হয়। একপর্যায়ে পরিবারের অজান্তে টিনশেড বাসায় বাঁশের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে বলে জানতে পেরেছি।

দুপুর ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM