চট্টগ্রামে ‘রানা গ্রুপের’ প্রধানসহ গ্রেফতার ৪

0

চট্টগ্রামের তালিকাভুক্ত ছিনতাইকারী রানা গ্রুপের প্রধান মো. রানাকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। এসময় ২টি ছোরা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার বাকি ৩ জন হলেন— মো. আলমগীর (২৮), মো. শামীম (২১) ও বেলাল হোসেন প্রকাশ কিডনী বেলাল (২১)। গ্রেফতার রানার বিরুদ্ধে দুটি, শামীমের বিরুদ্ধে চারটি এবং আলমগীরের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, চট্টগ্রামে চলন্ত বাস থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার নেতৃত্বে রানার গ্রুপ। এছাড়া বিভিন্ন ভিড়ে কৃত্রিম জটলা সৃষ্টি করেও তারা ছিনতাই করতো। তবে তারা চলন্ত বাসে যাত্রী থেকে মোবাইল ছিনতাইয়ে কাজ করতো বেশি।

তিনি বলেন, রানার গ্রুপে আছে ৫ জন। তারা সবাই দেওয়ানহাটে কৌশলে ভিড় সৃষ্টি করে ছোরার ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে দল প্রধান রানাসহ চারজনকে গ্রেফতার করা হয়। একজন পালিয়ে যায়।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM