বাবার পিস্তল দিয়ে পুলিশ কর্মকর্তার ছেলের আত্মহত্যা!

0

নগরের আকবরশায় বাবার সঙ্গে অভিমান করে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে মাহিন (১৯) নামে এক যুবক। নিহত মাহিন খুলশী থানার এসআই মহিন উদ্দিনের ছেলে।

শুক্রবার (২ এপ্রিল) দুপুর পৌনে ১টায় আকবরশাহ সিটি গেটের শাপলা আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন।

তিনি বলেন, ‘আজ মাহিনকে তার বাবা বকাবকি করে। পরে তার বাবা মসজিদে গেলে সে বাসায় থাকা বাবার পিস্তল বের করে নিজের বুকে এক রাউন্ড গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, তার লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে চমেক হাসপাতালের চিকিৎসকরা জানান, তার বুকের ডান পাশে গুলিটি ছেদ করে হাড় ভেঙে ভেতরে প্রবেশ করে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM