চট্টগ্রামে করোনা: একদিনেই আক্রান্ত অর্ধ সহস্র

0

চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার বেড়েই চলেছে।  এরই মধ্যে গত ২৪ করোনা আক্রান্ত রোগী শনাক্তের রেকর্ড সৃষ্টি করেছে চট্টগ্রামও। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫১৮ জনের দেহে। শনাক্তের সাথে সাথে প্রতিদিন বাড়ছে মৃত্যু। একই সময়ে মারা গেছে আরো একজন।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে  ২ হাজার ৫৩৫টি নমুনা পরীক্ষা করা হয়।

বিআইটিআইডিতে ৮৪৬ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১০৫ জন ও সিভাসুতে ৫৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া বেসরকারি আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জন ও ইমপেরিয়াল হাসপাতালে ৩০৯ জনের নমুনা পরীক্ষা করে ১২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আরটিআরএলে ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা পজেটিভ শনাক্ত  হয়।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৮ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরের  ৪৩৬ জন এবং উপজেলায় ৮২ জন।

জয়নিউজ/হিমেল/পিডি

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM