চবি মুক্তিযুদ্ধ মঞ্চের সড়ক অবরোধ

কোটা বহালের দাবি

0

প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটাপদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন জারির প্রতিবাদে এবং ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মুক্তিযুদ্ধ মঞ্চ।

রোববার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের এক নং গেইটে চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়ক অবরোধ করে তারা। এসময় টায়ার জ্বালিয়ে সড়কে অবস্থান করায় সড়কের দু’পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

এসময় প্রজ্ঞাপন প্রত্যাহার করে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনীদের জন্য পুনরায় ৩০ শতাংশ কোটা বহাল, সরকারি চাকুরি থেকে জামাত-শিবিরকে প্রত্যাহার ও প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকুরিতে স্বাধীনতা বিরোধী চক্রের অনুপ্রবেশ রোধে বিভিন্ন স্লোগান দেয় তারা।

পরে দেড়টার দিকে হাটহাজারী সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল মাসুম এবং চবি প্রক্টর আলী আজগর চৌধুরীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠনটি।

 

জয়নিউজ/শহীদ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM