মোটরবাইকে রাইড শেয়ারিং বন্ধ

0

মোটরসাইকেলনির্ভর রাইড শেয়ারিং বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

বুধবার (৩১ মার্চ) বিকেলে তিনি বলেন, মোটরসাইকেলে যাত্রীর সঙ্গে চালকের দূরত্ব থাকে না। সেজন্য আমরা মোটরসাইকেলনির্ভর রাইড শেয়ারিং সেবা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছি। এছাড়া অন্যান্য রাইড শেয়ারিং সরকারি যেসব নির্দেশনা রয়েছে সে অনুযায়ী চলবে। এখন থেকে এই নির্দেশ কার্যকর হবে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM