মিস গ্র্যান্ড মিয়ানমারের আকুতি

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাইলেন মিস গ্র্যান্ড মিয়ানমার। থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের দেশ নিয়ে বলতে গিয়ে এসময় আবেগঘন হয়ে পড়েন মিস গ্র্যান্ড মিয়ানমার হান লে।

- Advertisement -

মিয়ানমারে গেল দুই মাস ধরে চলা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর নৃশংসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে সাড়ে চার শতাধিক মানুষ। শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের নির্বিচার গুলিবর্ষণে প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ বিক্ষোভকারী। তবুও থেমে নেই আন্দোলন, গণতন্ত্রের দাবিতে জীবন বাজি রেখে অব্যাহত রয়েছে বিক্ষোভ।

- Advertisement -google news follower

দেশটির এমন ক্রান্তিলগ্নে এবার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চাইলেন মিস গ্র্যান্ড মিয়ানমার হান লে। সম্প্রতি থাইল্যান্ড অনুষ্ঠিত মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনার সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের এক পর্যায়ে নিজের দেশ নিয়ে বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন তিনি। এ সময়, গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনার পাশাপাশি মিয়ানমারবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

হান লে বলেন, গণতন্ত্রের জন্য আমার দেশে অনেক লোক মারা গেছেন। যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমি গভীরভাবে দুঃখিত। যে গণতন্ত্রের জন্য আপনারা রাস্তায় হাঁটছেন, তেমনি গণতন্ত্রেরও ডাক দেওয়ার মঞ্চে দাঁড়িয়েছি।

- Advertisement -islamibank

বিশ্বনেতার উদ্দেশ্যে তিনি বলেন, মিয়ানমারকে সহায়তা করুন। এখনই আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। একইসঙ্গে তাদের সমস্যার সমাধান খুঁজতে সহায়তা করার আহ্বান জানান। ‘আসুন একটি উন্নত বিশ্ব তৈরি করা যাক … বিশ্বে মিয়ানমার শান্তিতে থাকুক’

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর শনিবার মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে জান্তাবিরোধী বিক্ষোভে একদিনেই পুলিশের গুলিতে প্রাণ হারান সর্বোচ্চ ১১৪ জন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM