মাস্ক না পরে ঘোরাফেরা করায় ১৬ জনকে জরিমানা

মাস্ক না পরে নিউমার্কেট এলাকায় ঘোরাফেরা করায় ১৬ জনকে জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। বৃহস্পতিবার (২৫ মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তিনি এ জরিমানা করেন।

- Advertisement -

এর আগের দিন সাগরিকা এলাকায় মাস্ক না পরায় চারজনকে ২০০ টাকা করে এবং একজনকে ১০০ টাকা জরিমানা করেছিলেন তিনি।

- Advertisement -google news follower

মারুফা বেগম নেলী জানান, করোনা সংক্রমণ বাড়তে থাকায় চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় নগরবাসীর মধ্যে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে সতর্কতামূলক অভিযান পরিচালিত হচ্ছে। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, বৃহস্পতিবার মাস্ক না পরায় ১৪ জনকে ১০০ টাকা করে এবং দুইজনকে ৫০ টাকা করে জরিমানাসহ সতর্ক করা হয়েছে।

- Advertisement -islamibank

এছাড়া রিয়াজউদ্দিন বাজারের বিপরীতে শাহ আমানত সুপার মার্কেটে অভিযান চালিয়ে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে ৭ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM