শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ২৩ মে

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আগামী ২৩ মে থেকে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জানানো হয়েছে।

- Advertisement -

এতে বলা হয়েছে, বাংলাদেশসহ সারাবিশ্বে অতি সম্প্রতি চলমান করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এরফলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ‌্যসুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় নেওয়া জরুরি হয়ে পড়েছে।

- Advertisement -google news follower

এই লক্ষ‌্যে এই সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ মে থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রমও অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM