সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা চেয়েছে প্রতিবন্ধীরা

0

বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ কোটা চেয়ে রোববার (৭অক্টোবর) নগরের দুই নম্বর গেট এলাকায় সমাবেশ হয়। সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সমাবেশ চলে।

এ সময় রাস্তার একপাশে গাড়ি চলাচল বন্ধ করে স্লোগান ও বক্তব্য রাখেন পরিষদ নেতারা।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দীন মাহমুদ জয়নিউজকে বলেন, তারা প্রতিবন্ধী। আমরা তাদের রাস্তার একপাশে দাঁড়িয়ে আন্দোলন করার অনুরোধ করেছি।

বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের আহবায়ক আব্দুর রাজ্জাক জয়নিউজকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে রাস্তায় দাঁড়িয়ে আমাদের দাবির কথা বলছি। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য শর্তবিহীন ৫ শতাংশ কোটা সংরক্ষণের দাবি করছি।

প্রসঙ্গত, ১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিতে বিদ্যমান কোটা বাতিলে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে গত ৪ অক্টোবর  কোটা বাতিলের পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জয়নিউজ / পার্থ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM