অক্সফোর্ডের টিকা কার্যক্রম ফের শুরু জার্মানিতে

অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা শরীরে রক্তজমাট বাঁধার জন্য দায়ী নয়- ইউরোপীয় মেডিসিন এজেন্সি এমন সিদ্ধান্তের পর স্বস্তি ফিরেছে জার্মানিতে। তবে গত কয়েক দিনের বিরতি দিয়ে আবারো এ অ্যাস্ট্রাজেনেকার টিকা কার্যক্রম শুরু করেছে জার্মান স্বাস্থ্য বিভাগ।

- Advertisement -

এখন পর্যন্ত দেশজুড়ে ৭১ লাখের বেশি মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ নেয়া মানুষের সংখ্যা এখন ৩১ লাখেরও বেশি। তবে আবারো বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে ২৮ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন নতুন করে। এরই মধ্যে ২৪ ঘণ্টায় সাড়ে শতাধিক মানুষ মারা গেছেন। সর্বমোট মৃতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়ে গেছে।

- Advertisement -google news follower

তবে জার্মান নাগরিকসহ প্রবাসীরা আশা করছেন টিকা দেওয়া ঠিকমতো চললে অচিরেই মুক্ত হবে পুরো দেশ।

তবে এই টিকাটি ব্রিটেনের নতুন ধরনের করোনার বিরুদ্ধে কতটুকু কার্যকর, তা আবারো পরীক্ষার আহ্বান জানিয়েছেন দেশটির চিকিৎসকরা।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM