মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারালো বাস, আহত ৬

0

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ মার্চ) ভোরে মিরসরাই বাজার এলাকায় চট্টগ্রামমুখী একটি বাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, শাহিদা (৪৫), সজীব (১০), মান্নান হোসেন (২৯), ফুয়াদ হোসেন (৩০), শাহ আলম (৪২) ও আবুল কালাম (৪৫)।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোরে চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারালে ছয়জন আহত হয়। পরে মিরসরাই ও সীতাকুণ্ড স্টেশনের সদস্যরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জয়নিউজ/পিডি

আরও পড়ুন
লোড হচ্ছে...
×