পারভিন হত্যা মামলা: ৪ আসামির মৃত্যুদণ্ড

নগরের রৌফাবাদ এলাকার পারভিন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

- Advertisement -

বুধবার (৩ মার্চ) দুপুরে চট্টগ্রাম আদালতের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ আদেশ দেন।

- Advertisement -google news follower

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ফটিকছড়ির সমিতির হাটের সাদেক নগরের মৃত নুরুল ইসলামের ছেলে মো. ইয়াছিন (২৭), হাটহাজারীর পূর্ব মেখলের মো. মুসার ছেলে মনসুর (২৫), একই এলাকার মো. ইউসুফের ছেলে মো.তৈয়ব (২৪) এবং সৈয়দুর রহমান বাড়ির আহমদ ছফার ছেলে মো. ইসহাক।

২০১৬ সালের ৩ মার্চ রাত সাড়ে ৯ টার দিকে রৌফাবাদ বাংলাদেশ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির জনাবা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে পারভিন আক্তারকে খুন হন। এ ঘটনায় পারভিনের স্বামী মো. নুরুল আলম বাদী হয়ে বায়েজিদ থানায় একটি মামলা  করেন। এ মামলায় আদালতে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

- Advertisement -islamibank

দন্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মো. ইয়াছিন ছাড়া বাকিরা সবাই পলাতক রয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM