ছাদ থেকে পড়ে প্রাণ গেল শিশুর

0

নগরে একটি ভবনের তিন তলার ছাদ থেকে পড়ে ৪ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শিশু কন্যাটির নাম মোছাম্মত আকসা। তার বাবার নাম মোহাম্মদ বেলাল।

সোমবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ফৌজদারহাটের মধ্যম সলিমপুরের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, দুপুরে পরিবারের সদস্যরা খাওয়া-দাওয়া করছিল। এ সময় শিশুটি খেলতে খেলতে ছাদে চলে যায়। একপর্যায়ে ছাদ থেকে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM