চন্দনাইশে ইয়াবা ও মদসহ গ্রেফতার ৩

0

চন্দনাইশে স্কুল ব্যাগে করে ২০ হাজার ইয়াবা পাচারকালে ২ জন ও ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চন্দনাইশের তালতল ও বরমা কালিহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোকতার হোসেন (৩১), রিয়াজ আহমেদ প্রকাশ রাজু (২৬) ও জগদীশ দেব (৪৫)।

চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার বলেন, থানা সংলগ্ন তালতল এলাকায় অভিযান চালিয়ে প্রাডো গাড়ির চালকের সিটের পিছনে স্কুল ব্যাগে লুকিয়ে ইয়াবা পাচারের সময় মোকতার হোসেন ও রিয়াজ আহমেদকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে বরমা কালিহাট এলাকায় অভিযান চালিয়ে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ জগদীশ দেবকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM