স্বস্তি নেই সয়াবিনে

শীতকালীন সবজির সরবরাহ ঠিকঠাক থাকায় সবজির দাম  অপরিবর্তিত রয়েছে। এদিকে ভোজ্যতেল সয়াবিনও সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে। বাজারে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে প্রতিলিটার ১০৮-১১০ টাকা ও বোতলজাত সয়াবিন ১৩০-১৪০ টাকায়।

- Advertisement -

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নগরের রিয়াজউদ্দিন বাজার, চকবাজার, কাজির দেউড়ি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

- Advertisement -google news follower

বাজারে প্রতিকেজি শসা ১৫ থেকে ২০ টাকা, পেঁপে ১৮ থেকে ২০ টাকা, টমেটো ১৫ থেকে ২০ টাকা, ফুলকপি ২০ থেকে ২৫ টাকা, বাঁধাকপি ১৫ থেকে ২০ টাকা, বেগুন ১৫ থেকে ২০ টাকা, শিম ৩০ থেকে ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, আলু ২০ টাকায় বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের মতোই রয়েছে মাছ ও মাংসের দাম। বাজারে  প্রতিকেজি তেলাপিয়া ১৫০ টাকা, কাতাল ১৮০ টাকা, চিংড়ি ৪৫০ টাকা, রুই ১৫০ টাকা, রূপচাঁদা ৬০০ থেকে ৭০০ টাকা, কোরাল ৫৬০ টাকায় বিক্রি হচ্ছে।

- Advertisement -islamibank

মাংসের বাজারে ব্রয়লার মুরগি ১৩০ টাকা, লেয়ার মুরগি ২২০ টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে খাসির মাংস বিক্রি হচ্ছে কেজিতে ৮০০ টাকা এবং গরুর মাংস ৭০০ টাকা,

প্রতিকেজি দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা, আদা ৫০ থেকে ৬০ টাকা, রসুন ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM