অনলাইনে মোবাইল বিক্রি, কোতোয়ালিতে আটক ২

0

অনলাইনে চোরাই মোবাইল বিক্রির সময় দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ৪টি চোরাই মোবাইল সেট জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে নগরের কোতোয়ালির তামাকুমণ্ডি লেইন সংলগ্ন মক্কা টাওয়ারের তৃতীয় তলার সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন- মামুনুর রশিদ আরফাত (২৮) ও মো. মুন্না (২৪)। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তামাকুমণ্ডি লেইন মোবাইল ব্যবসায়ী সমিতি মক্কা টাওয়ারের তৃতীয় তলার সামনে থেকে থেকে দুইজন চোরাই মোবাইল বিক্রেতাকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৪টি চোরাই মোবাইল জব্দ করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরের নিউমার্কেট এলাকা থেকে দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে চোরাই মোবাইল বিক্রির কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে ৪টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM