২২ কেন্দ্রের শূন্য ভোটের প্রশ্ন রেখে শাহাদাতের মামলা

0

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নির্বাচন কমিশনারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা  করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার দিকে যুগ্ম জেলা ও দায়রা জজ মো. খাইরুল আমীনের আদালতে তিনি এ মামলা করেন।

মামলায় বিবাদিরা হলেন- নবনির্বাচিত চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, নির্বাচন কমিশনার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, আবুল মনজুর, এম এ মতিন, খোকন চৌধুরী, মু. ওয়াহেদ মুরাদ ও মো. জান্নাতুল ইসলাম।

মামলার বাদি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ভোটের দিনে কেন্দ্র দখল, সহিংসতা সৃষ্টি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে তারা। প্রশাসনের ভূমিকায় আমি হতাশ। ২২ কেন্দ্রে আমাকে শূন্য ভোট দেখানো হয়েছে। কিভাবে এই রকম ফলাফল হয়?

তিনি আরো বলেন ভোটের পরদিন মিডিয়ায় আসা নিউজের কাটিংসহ তথ্য হিসেবে মামলায় সংযুক্ত করেছি। আমি ন্যায় বিচার পাবো বলে আশা করছি।

আগামী ২১ মার্চ আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

জয়নিউজ/কাউছার/পিডি

আরও পড়ুন
লোড হচ্ছে...
×