খাগড়াছড়িতে চাঁদের গাড়ি উল্টে যুবক নিহত

0

খাগড়াছড়ির পানছড়িতে চাঁদের গাড়ি (জিপ) উল্টে পুষ্পজয় ত্রিপুরা নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পানছড়ির মরাটিলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুষ্পজয় ত্রিপুরা পানছড়ির পাইয়্যং পাড়া এলাকার কান্তাজয় ত্রিপুরার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কাঠ নিয়ে পানছড়ির পদ্দনিপাড়া যায় একটি জিপ। কাঠ নামিয়ে খালি গাড়ি নিয়ে পানছড়িতে ফেরার পথে মরাটিলা এলাকায় পাহাড়ে উঠতে গিয়ে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই পুষ্পজয় ত্রিপুরা মারা যায়। সে ঐ চাঁদের গাড়ির (জিপ) হেলপার ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ করেছে। জিপের ড্রাইভার পলাতক রয়েছে বলেও জানান তিনি।

জয়নিউজ/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM