পাহাড়তলীতে ভাষা দিবসে ফ্রি চিকিৎসাসেবা

0

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরের পাহাড়তলী থানাধীন সরাইপাড়া বহরা মসজিদ সংলগ্ন আশরাফ আলীর মাঠ প্রাঙ্গনে ফ্রি চিকিৎসাসেবা, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় স্পৃহা মানবিক সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. বিদ্যুৎ বড়ুয়া, ১২নং সরাইপাড়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লায়ন এম শওকত আলী ও এবিএম লুৎফুল হক খুশি।

এতে অন্যান্যের মধ্যে বহরা জামে মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ, সমাজসেবক ডা. নুরুল ইসলাম, বহরা জামে মসজিদের কোষাধ্যক্ষ মাহবুবুল, ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল্লাহ্ খান বাবলু, বহরা মসজিদের খতিব ও তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদরাসার শিক্ষক মাওলানা মো. কামাল, সমাজসেবক আশরাফ আলী, মুজিবুর রহমানসহ এএসবি লিংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/বাচ্চু/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM