চট্টগ্রামে করোনা: মৃত্যুহীন দিনে আক্রান্ত ৩৭

0

চট্টগ্রামে করোনায় মৃত্যুর হার নেমেছে শূন্যের কোটায়। নগর ও ১৪ উপজেলায় চলছে টিকা কার্যক্রম। কিন্তু এখনো করোনায় আক্রান্ত সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৩৭ জন। যার মধ্যে ৩৫ জন নগরের। বাকি ২ জন  বিভিন্ন উপজেলায়।

তবে এইসময়ে কেউ মারা যাননি। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৪ হাজার ৩৮৮ জন। তবে একই সময়ে মারা যাননি কেউ।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এদিন চট্টগ্রামে ৫টি ল্যাবে এক হাজার ১৮২টি নমুনা পরীক্ষা করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৪২টি নমুনা পরীক্ষায় ৭ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৩৬টি নমুনা পরীক্ষায় ৮জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল)১০টি নমুনা পরীক্ষায় ৫ জন করোনা রোগী শনাক্ত হয়।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষায় ১৫ জন করোনা পজেটিভ হয়েছেন। এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাস মিলেনি।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM