ভাসানচরে গেলেন আরো ২০১০ রোহিঙ্গা

চতুর্থ দফায় ভাসানচরে গেলেন দুই হাজার ১০ জন রোহিঙ্গা।  সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে পতেঙ্গা বোটক্লাব থেকে তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয় ৫টি জাহাজ।

- Advertisement -

আগামীকাল মঙ্গলবার আরো ১ হাজার ৮০০ রোহিঙ্গা ভাসানচরে যাওয়ার কথা রয়েছে।

- Advertisement -google news follower

গত বছরের ৪ঠা ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়।  এরপর দ্বিতীয় দফায় ২৮শে ডিসেম্বর নিয়ে যাওয়া হয় আরো ১ হাজার ৮শ ৫ জনকে।  গত ৩০শে জানুয়ারি তৃতীয় দফায় ভাসানচরে যান ৩ হাজার ২শ রোহিঙ্গা।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে চতুর্থ দফায় ৫টি জাহাজে করে ২ হাজার ১০ জন রোহিঙ্গা ভাসানচর গেলেন।

- Advertisement -islamibank

ভাসানচরে স্থানান্তরের জন্য শনিবার রাতেই উখিয়া ডিগ্রি কলেজ এবং কুতুপালং ক্যাম্প সংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে নেওয়া হয় এসব রোহিঙ্গাকে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা শুরুর পর লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে আশ্রয় নেন বাংলাদেশে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM