আল জাজিরার অপপ্রচারের নেপথ্যে কারা, খোঁজা হচ্ছে

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় বিভ্রান্তিমূলক অপপ্রচারের নেপথ্যে দেশ–বিদেশে কারা জড়িত, তা খুঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

- Advertisement -

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অতীতেও শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানো হয়েছিল, যা পরে মিথ্যা প্রমাণিত হয়েছে। আল জাজিরার আজগুবি প্রতিবেদনও মিথ্যা বলে প্রমাণিত হবে।

- Advertisement -google news follower

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংয়ের সময় এসব কথা বলেন। দেশ–বিদেশে একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল সরকার ও আওয়ামী লীগের ঐক্যে ফাটল ধরানোর জন্য সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে দাবি করেন তিনি।

কাদের বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মাটি ও মানুষের দল। এ দলের শিকড় অনেক গভীরে প্রোথিত। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ। এ ঐক্যে ফাটল ধরানোর কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM