ডবলমুরিংয়ে ৮ ডাকাত গ্রেফতার, অস্ত্র উদ্ধার

0

নগরের ডবলমুরিং এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, একটি কার্তুজ, তিনটি ছোরা, দুইটি মিনি কাটার ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতারের বিষয়টি জানায় পুলিশ।

গ্রেফতার আট ডাকাত হলো- তাজুল ইসলাম (৩৬), তুষার হোসেন (২৫), মো. তপু (২২), নাজমুল ইসলাম (২৮), হায়াত মাহমুদ জীবন (২৩), আনোয়ার হোসেন বাবু (২১),আব্দুর রহমান রানা (২০), জনি শাহ (৩২)।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, আগ্রাবাদের শেখ মুজিব রোড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আট ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM