চট্টগ্রামে চতুর্থ দিনে টিকা নিলেন ১০৩৬২ জন

করোনার টিকা প্রদান কার্যক্রমের চতুর্থ দিনে চট্টগ্রামে ১০ হাজার ৩৬২ জন টিকা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানান তিনি।

- Advertisement -

তিনি বলেন, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট টিকা নিয়েছেন ২০ হাজার ১৮৯ জন। বুধবার চতুর্থ দিনে টিকা নিয়েছেন ১০ হাজার ৩৬২ জন। এদের মধ্যে ১৪ উপজেলায় ৪ হাজার ৯৮৪ জন এবং সিটি করপোরেশন এলাকায় ৫ হাজার ৩৭৮ জন।

- Advertisement -google news follower

প্রসঙ্গত, সারা দেশের সঙ্গে চট্টগ্রামেও গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় করোনার টিকা প্রদান কার্যক্রম। প্রথমদিকে মানুষের আগ্রহ কম থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে টিকা দানে আগ্রহীদের সংখ্যা বাড়তে থাকে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM