উপজেলায় ও চসিকের ৭ জোনে পাঠানো হচ্ছে ভ্যাকসিন

চট্টগ্রামে আসা ৪ লাখ ৫৬ হাজার ডোজ করোনা ভ্যাকসিন দুই ধাপে পাঠানো হচ্ছে ১৪ উপজেলাসহ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিভিন্ন জোনে। শনিবার (৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

- Advertisement -

তিনি বলেন, চট্টগ্রামে ৪৫ হাজার ৬০০ করোনা ভ্যাকসিন এসেছিল। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ১৪ উপজেলায় ৩০ হাজার ১১০ ভ্যাকসিন পাঠানো হয়েছে।

- Advertisement -google news follower

‘শনিবার (৬ ফেব্রুয়ারি) চসিক এলাকার ৭ জোনে ১৫ হাজার ৪৯০ ভায়াল পাঠানো হচ্ছে। সবকিছু ঠিক থাকলে রোববার (৭ ফেব্রুয়ারি) করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করতে পারব।’

এদিকে নগরের বিভিন্ন স্থানে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চালাতে মেডিকেল টেকনোলজিস্টদের প্রশিক্ষণ চলছে। ৭ ফেব্রুয়ারি ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধনের লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা।

- Advertisement -islamibank

চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর সাংবাদিকদের জানান, ভ্যাকসিন প্রদানকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। খোলা হয়েছে পর্যবেক্ষণ কক্ষ। ভ্যাকসিন প্রদানের পর কারো সমস্যা হলে এই পর্যবেক্ষণ কক্ষে রাখা হবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM