রাউজান পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে আ.লীগ

আসন্ন রাউজানে পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও সাবেক প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। একই সঙ্গে এ পৌরসভার সাধারণ ৯টি ও সংরক্ষিত  ৩ ওয়ার্ডে সাবেক কাউন্সিলরাও পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

- Advertisement -

রাউজান পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে আওয়ামী লীগের একক দলীয় প্রার্থী ব্যতিত অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হতে যাচ্ছেন।

- Advertisement -google news follower

রাউজান পৌরসভার নির্বাচনে সাধারণ ৯টি ওয়ার্ডে সদ্য সাবেক কাউন্সিলর আবারো মনোয়নপত্র জমা দেন। এরা হলেন, ১নং ওয়ার্ডে আলমগীর আলী, ২নং ওয়ার্ডে বশির উদ্দিন খান, ৩ নং ওয়ার্ডে কাজী ইকবাল, ৪নং ওয়ার্ডে শওকত হাসান চৌধুরী, ৫নং ওয়ার্ডে জানে আলম জনি, ৬নং ওয়ার্ডে এডভোকোট সমীর দাশ গুপ্ত, ৭নং ওয়ার্ডে আজাদ হোসেন, ৮নং ওয়ার্ডে এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, ৯নং ওয়ার্ডে নতুন কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন চৌধুরী মনোনয়নপত্র জমা দেয়।

এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন সদ্য সাবেক তিন মহিলা কাউন্সিলর নাসিমা আকতার, জেবুনেচ্ছা, জান্নাতুল ফেরদৌস ডলি ।

- Advertisement -islamibank

শুধুমাত্র ৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী এডভোকেট সমীর দাশ গুপ্ত ছাড়াও বিকাশ দাশ গুপ্ত নামে একজন মনোনয়নপত্র নিয়েছিলেন। কিন্তু গত ৪ ফেব্রুয়ারি বাছাইয়ে বিকাশ দাশ গুপ্ত  মনোনয়নপত্র বাতিল হয়ে যায় ।

এর ফলে এ পৌরসভায় আওয়ামী লীগের একক প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থী রইল না। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাউজান পৌরসভায় সবকটিতে জয়ের পথে রয়েছেন আ. লীগের প্রার্থীরা।

আগামী ১১ ফেব্রুয়ারী মনোনয়ন প্রত্যাহারের দিন শেষে তাদের বিনাপ্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার বিষয়টি চুড়ান্ত হবে।

জয়নিউজ/শফিউল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM