সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এএসআইয়ের

0

কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে সীতাকুণ্ডে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় নিপুন চাকমা (৪২) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। নিহতের বাড়ি রাঙামাটি হলেও তিনি ফেনী জেলা পুলিশে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৩টায় উপজেলার ছোটকুমিরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন।

তিনি বলেন, আজ ছুটি পেয়ে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন নিপুন চাকমা। ছোটকুমিরা এলাকায় আসলে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM