খাটের নিচে অস্ত্র, আনোয়ারায় নারীসহ গ্রেফতার ৪

আনোয়ারায় অস্ত্র ও ৮৫ লিটার চোলাইমদসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, দুটি চাপাতি, দুটি চাকু, একটি তলোয়ার ও কিরিচ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার বটতলী নুরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

- Advertisement -

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানায়, দীর্ঘদিন ধরে তারা অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে। এসব অস্ত্র দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডও চালায় তারা।

- Advertisement -google news follower

গ্রেফতারকৃতরা হলেন— আনোয়ারা থানার বটতলী গ্রামের মো. জামালের স্ত্রী তাজমহল বেগম (৩৩), একই এলাকার কুরুশকুর গ্রামের মৃত সিদ্দিক আহম্মদের ছেলে আব্দুল খালেক (৫০),দক্ষিণ হাজীগাঁও গ্রামের আবুল হাসেম (৪৫) ও আশ্রয় গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে মো. ইসমাইল (৪০)।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. নুরুল আবছার বলেন, বটতলী নুরপাড়া এলাকায় জামালের ঘরে মাদক কেনা-বেচা করছে, এমন খবর পেয়ে র‌্যাব অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় চারজনকে গ্রেফতার করা হয়। পরে ওই ঘরের খাটের নিচ থেকে একটি দেশীয় অস্ত্র, দুটি চাপাতি, দুটি চাকু, একটি তলোয়ার ও কিরিচ ও ৮৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM