আনোয়ারায় দোকানের ভেতর ১ লাখ ৩০ হাজার ইয়াবা

0

আনোয়ারায় ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আলাউদ্দীন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। আলাউদ্দীন পশ্চিম রায়পুরের মৃত মোজাহার মিয়ার ছেলে।

সোমবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টায় গহিরা দোভাষীর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৬ কোটি টাকা বলে জানায় র‌্যাব।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, দোভাষীর ঘাটে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান খালাস করা হচ্ছে, এমন খবর পেয়ে অভিযানে যায় র‌্যাব। এসময় ওই এলাকার একটি দোকানের সামনে থেকে পালানোর সময় আলাউদ্দীনকে গ্রেফতার করা হয়। পরে দোকানের ভেতরে মাটির নিচ থেকে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলাউদ্দীন জানায়, দীর্ঘদিন যাবত মিয়ানমার থেকে সাগর পথে ইয়াবার বড় বড় চালান বাংলাদেশে নিয়ে আসে সে। পরে তা দেশের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM