গরম ভাতের সাথে অল্প একটু শুঁটকি ভর্তা হলেই ব্যাস! পেট আর মন দুটোরই তৃপ্তি মেটে। মুখরোচক সেই শুঁটকি আমাদের জন্য তৈরি করছেন এই কর্মজীবী গৃহবধূরা। প্রচণ্ড রোদে মাছ শুকোতে দেওয়া,এরপর তা সংরক্ষণ করে বাজারজাত করা-সবমিলিয়ে কাজের হিসেবটা অনেক দীর্ঘ। কিন্তু কাজের যথাযথ মূল্য তারা পান না এমনই অভিযোগ এই শ্রমজীবী নারীদের। কর্ণফুলী নদীর বাস্তুহারা কলোনি থেকে ছবিটি তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।