ভাসানচরে আরও ১৭৭৬ রোহিঙ্গা

নোয়াখালীর ভাসানচরে গেছেন আরও ১ হাজার ৭৭৬ জন রোহিঙ্গা। তাদের মধ্যে পুরুষ ৪০৪ জন, নারী ৫১০ জন এবং শিশু ৮৬২ জন।

- Advertisement -

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে তারা ভাসানচরে পৌঁছান। চট্টগ্রাম বোট ক্লাব থেকে পাঁচটি জাহাজ করে তাদের ভাসানচরে নেওয়া হয়। আগামীকাল আরও ১ হাজার ২২২ জন রোহিঙ্গা ভাসানচরে যাবেন।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে বাসে করে তাদেরকে চট্টগ্রামে নেওয়া হয়। রাতে চট্টগ্রাম বিএফ শাহিন কলেজ ট্রানজিট ক্যাম্পে রাখা হয় তাদের। সকালে নৌবাহিনীর জাহাজ ১ হাজার ৭৭৬ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসানচরের উদ্দেশে রওয়া হয়।

ভাসানচরে দায়িত্বরত নৌবাহিনীর কমোডর আবদুল্লাহ আল মামুন জানান, ভাসানচরে আসা রোহিঙ্গাদের প্রাথমিক শারীরিক পরীক্ষা শেষে ওয়্যারহাউজ-১ এ সমবেত করে ব্রিফ করা হয়। পরে ২৩, ২৪ ও ২৫ নম্বর ক্লাস্টারে স্থানান্তর করা হয় তাদের।

- Advertisement -islamibank

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়। ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা ভাসানচরে যান।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM