চট্টগ্রামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দল

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। শনিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। আগামী ২৫ জানুয়ারী চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি।

- Advertisement -

দুই টেস্টে সিরিজের প্রথম ম্যাচটিও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। জৈব সুরক্ষায় থাকা দুই দলই বিশেষ বিমানে চট্টগ্রামে পৌঁছে। দুই দলই আজ হোটেলে বিশ্রামে থাকবে। আগামীকাল অনুশীলনে মাঠে নামবে দুই দল।

- Advertisement -google news follower

মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম দুই ওয়ানডেতে যথাক্রমে ছয় ও সাত উইকেটে জিতে তিন ম্যাচ সিরিজে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। নি:সন্দেহে স্বাগতিক দলের লক্ষ্য এখন ক্যারিবিয়দের হোয়াইটওয়াশ করা।

অন্যদিকে সফরকারী দল তৃতীয় ম্যাচে অন্তত স্বান্তনার জয় পেতে চাইবে। শেষ ওয়ানডে জিতে টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেতেও চাইবে সফরকারীরা।

- Advertisement -islamibank

এদিকে কিছু খেলোয়াড়কে সুযোগ করে দিকে শেষ ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙ্গার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

তৃতীয় ও শেষ ওয়ানডে শেষে টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে বিসিবি একাদশের বিপক্ষে এমএ আজিজ স্টেডিয়ামে তিন দিনের একটি অনুশীলন ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৩-৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১১-১৫ ফেব্রুয়ারি মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM