মহেশখালীতে মাদ্রাসা মাঠে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

0

মহেশখালীর মাতারবাড়িতে একটি মাদ্রাসা মাঠে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহসান (১২) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।

শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মাতারবাড়ির আজিজুল উলুম মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আহসান স্থানীয় মিয়াজী পাড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে।

জানা যায়, আজিজুল উলুম মাদ্রাসায় চলছে দুই দিনব্যাপী বার্ষিক সভা। শুক্রবার ছিল সভার শেষদিন। মাদ্রাসার মাঠে এক বেলুন বিক্রেতা বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে একজন ঘটনাস্থলে মারা যান। সেইসঙ্গে আহত হন আরো ১০ জন।

স্থানীয় ইউপি মেম্বার জাহেদুল ইসলাম জানান, মাদ্রাসার মাঠে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ বিকট শব্দে সিলেন্ডার বিস্ফোরণ হয়। এসময় একজন ঘটনাস্থলেই মারা যান। অন্তত ১০ জন আহত হন।

জয়নিউজ/গিয়াস/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM