উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রেজাউলের জন্য ভোট চাইলেন অহীদ সিরাজ

0

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে প্রচারণা চালিয়েছেন জয়নিউজ সম্পাদক ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক অহীদ সিরাজ চৌধুরী।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) নগরের টেরিবাজার, বকশিরহাট ও নূর মোহাম্মদ মার্কেটে সব শ্রেণি-পেশার মানুষের কাছে নৌকার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি।

জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রার্থী রেজাউল করিম। আওয়ামী লীগ সরকারের সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকার প্রার্থীকে জয়ী করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম আমিন, সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি সালেহ আহমেদ সোলেমান, সিনিয়র সহসভাপতি সাহাব উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনছুর আলম, সিনিয়র সহসভাপতি ও সেন্টার প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাক আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. হারুন, টেরিবাজার ব্যবসায়ী সমিতির নেতা মো. লিয়াকত আলী, মো. আবুল কালাম ও মো আবদুল রহিম।

জয়নিউজ/হিমেল/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM